ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক আলোচনা ও র‌্যালি

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৮, ৬ আগস্ট ২০১৯

‘নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টায় নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে  রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের  অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান, পৌর মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহানসহ অনেকে। 

আলোচনা শেষে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। 
এর আগে জেলা বাসদের (মার্কসবাদী) উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বন্যাকবলিত এলাকার কৃষকদের মাঝে বিনা সুদে ঋণ প্রদান এবং ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। 
আই/কেআই


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি