ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৯, ৬ আগস্ট ২০১৯

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার দামোদরকাটি গ্রাম হতে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলেন, কাঁকডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (২৫) ও একই গ্রামের কবিরুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম (১৯ )। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে এএসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. রবিউল ইসলাম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আসামীদের বিরুদ্ধে কলারোয়া থানার মামলা হওয়ায় সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি