ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৭ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:০৫, ৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ৭ জন।

মঙ্গলবার রাতে উপজেলার আতুকুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন বানিয়াচং উপজেলার পুরানবাগ গ্রামের আব্দুল জব্বারের ছেলে নির্মাণ শ্রমিক মুখলিছ মিয়া ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ ছাত্র শহরের উমেদনগরের আফরোজ মিয়ার ছেলে শাকিল মিয়া।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে শহরের আতুকুরা এলাকায় সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে মুখলিছ মিয়া ও শাকিল মিয়া মারা যান।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি