ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ৭ আগস্ট ২০১৯

দুই বছর সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃত ওই নারীর নাম কুলসুম বিবি ওরফে তাসলিমা (৫০)

মঙ্গলবার রাতে পোর্ট থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কুলসুম বিবি সাদিপুর গ্রামের মৃত সুরাপ মন্ডলের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গোপন সংবাদে আমরা জানতে পারি যশোর আদালতের একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী কুলসুম বিবি সাদীপুর গ্রামে অবস্থান করছে।

এমন সংবাদে এএসআই আলমগীর হোসেন রিপন দাস অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি