ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় জাল টাকাসহ যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪১, ৭ আগস্ট ২০১৯

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার আল তায়েবা মোড়ের বাকিব স্টোর থেকে তাকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। 

স্থানীয়রা জানান, বুধবার বিকালে সাড়ে চার হাজার জাল টাকা নিয়ে আল-তায়েবা মোড়ের রাকিব স্টোরে বিকাশ করতে যান তুহিন (২৮)। তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় বিকাশের ঐ এজেন্ট পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) কলিমুল্লাহ জানান, প্রতারক তুহিনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক তুহিন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি এলাকার ইউসুফ আলীর ছেলে।
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি