ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ব‌রিশালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৮ আগস্ট ২০১৯

ব‌রিশালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মা‌লেক ফকির (৩৫) নামে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন।

র‌্যাবের দাবি, নিহত মালেক ফকির মাদক কারবা‌রি। তিনি নগরীর কে‌ডি‌সি এলাকার এন্তাজ ফ‌কি‌রের ছে‌লে।

বৃহস্পতিবার ভোর রাতে নগরীর হ‌রিনাফু‌লিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কো‌তোয়া‌লি থানার ওসি নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রা‌তে নগরীর হ‌রিনাফু‌লিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে মাদক কারবা‌রিদের গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহ‌ত হন মালেক।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদে‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি