ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৮ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- তানভীর (২২) ও মো. আজীম (১৭)।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাঁচলিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর রায়গঞ্জ উপজেলার পূর্ব তেলিজানা আবু তাহেরের ছেলে ও মো. আজীম উল্লাপাড়া উপজেলার গপীনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, মোটরসাইকেলে দুজন নলকা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার পাঁচলিয়াবাজারে পৌঁছলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি