ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে র‌্যালি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৩, ৮ আগস্ট ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেনাপোল পোর্ট থানার উদ্যোগে শহরে এক র‌্যালি বের করা হয়। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বাজার থেকে এ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিরাপদ আবাস গড়ি’ এ শ্লোগানকে ধারণ করে সচেতনামূলক বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ র‌্যালিতে অংশগ্রহণ করেন। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, ‘দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলছে। সেই সাথে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু আমরা একবারও ভেবে দেখছি না সচেতনতার অভাবেই এমনটি হচ্ছে।’

র‌্যালির পরে স্থানীয়দের মাঝে ডেঙ্গুর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বেনাপোল পোর্ট থানার সকল পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি