ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নলছিটির সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র  মতবিনিময়

নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪২, ৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকারী রুম্পা সিকদারের সাথে উপজেলায় কর্মরত  সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  দুপুর সাড়ে ১২টায় উপজেলা চেয়ারম্যানের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন,  দৈনিক যুগান্তর ও আজকের বার্তা এর উপজেলা প্রতিনিধি এবং নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম, সাধারণ সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, সহ-সভাপতি ইউসুফ আলী তালুকদার, সদস্য আব্দুল কুদ্দুস তালুকদার,  খলিলুর রহমান মৃধা,  রিপোর্টাস ইউনিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সম্পাদক শাহাদাত হোসেন মনু,  বিএমএসএফ জেলা কমিটির সহ-সভাপতি মেজবাহ খান রতন প্রমুখ। সভায় উপজেলার সার্বিক কল্যাণে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ইউএনও।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি