ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নামল গোসল করতে উঠল লাশ হয়ে

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ২১:৫২, ৮ আগস্ট ২০১৯

রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারে নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে উঠলো আঁকিব নামের ছয় বছরের এক শিশু। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ২ ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে ভার্কুতা ইউনিয়নের ভাকলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আঁকিব ওই এলাকার মো. সাইফুল আলমের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার সময় নদীতে গোসল করতে নামে আঁকিব এবং তার বড় ভাই। এক পর্যায়ে স্রোতের টানে গভীরে তলিয়ে যায় আঁকিব এবং তার ভাই। নদীর পাশ্ববর্তী এক মাদরাসার শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ্য করে আকিবের ভাইকে উদ্ধার করতে সক্ষম হলেও আঁকিবকে উদ্ধার করতে পারেনি। 

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় ২ঘন্টা অভিযানের পরে আঁকিবকে উদ্ধার করেন তারা। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর হক রনি বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি