ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বেতন ও বোনাসের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৯ আগস্ট ২০১৯

দুই মাসের বকেয়া পাওনা ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট নামের একটি পোশাক কারখানায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাংচুর করেছে। 

শুক্রবার সকালে  শ্রমিকদের দাবি আদায়ে ভাঙচুর, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

শ্রমিকরা জানায়, স্টাইল ক্রাফট কারখানার কয়েক হাজার শ্রমিকের দুই মাসের বকেয়া পাওনা রয়েছে। এছাড়া ঈদ বোনাস রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়ে তালবাহানা শুরু করে। এ অবস্থায় বিক্ষুব্ধ শ্রমিকরা আন্দোলনে নামে। তারা কারখানায় বিক্ষোভ মিছিল করে জয়দেপুর ঢাকা সড়ক অবরোধ করে রাখে।

পুলিশ জানায়,বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক আন্দোলন করছে। তারা কারখানায় হামলা চালিয়ে কাঁচ এবং অন্যান্য মালামাল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি