ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৯ আগস্ট ২০১৯ | আপডেট: ১৫:৩৬, ৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৯৪০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিনগত রাতে তাকে দক্ষিণ চাকুলিয়া গ্রাম থেকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের রহিম বক্স মণ্ডলের ছেলে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ও র‌্যাব-৬-এর একটি দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে মাদক কারবারি আব্দুর রহমানকে আটক করে।

পরে তার দেহ তল্লাশী করে ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিপিসি-২, র‌্যাব-৬ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আটককৃত আসামিকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি