ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:২১, ৯ আগস্ট ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম লিলি আক্তার (১৭)।
সমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী জানান, শুক্রবার বেলা দেড়টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপষপুর গ্রামে নিজ বাড়িতে দুপুরে গোসল সেরে লিলি ভেজা কাপড় মেলে দিতে বাড়ির দোতলায় উঠে। 

এ সময় অসাবধানতা বশত বসত ঘরের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ লাইনে ভেজা কাপড় লেগে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতরভাবে আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় সে  মারা যায়।
নিহত লিলির বাবা নাম মনির মিয়া। সে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি