ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৩, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বারখ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। শনিবার সকাল থেকেই লঞ্চঘাট,ফেরিঘাটে দেখা যায় ঘরমুখী মানুষের চাপ।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৮ টি ফেরি চলাচল করছে। পর্যপ্ত সংখ্যক ফেরি থাকার কারণে কোনও প্রকার ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারছে। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের তিনদিন ও ঈদের পরের তিনদিন পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে। তবে পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলো পরিবহনের সঙ্গে পারাপার হচ্ছে।

এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় র‌্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি