ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালিতে বিদ্যুৎস্পৃষ্ঠে  শিশুর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৩, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলের কাগুজীরপুল এলাকায় শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ঠে মো. হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় পান ব্যবসায়ী ইদ্রিস মল্লিকের ছেলে। পৌর সদরের ইসলামীয়া নূরাণী হাফেজিয়া মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়তো সে।

জানা গেছে, প্রতিবেশি শিশুদের সঙ্গে খেলতে গিয়ে গাড়ী চালকদের রাত্রিযাপনে ভাড়ায় নেওয়া পাশের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি টিনশেট ঘরের পাশে বসতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয় সে। আত্মীয়-স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। ওই ঘটনার সময় হোসেনকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় সাগর (১৪) নামে অপর এক শিশু।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় ওই ঘরে কোন লোকজন না থাকলেও পল্লী বিদ্যুতের কর্মচারিদের  যোগসাজসে অবৈধ সংযোগ টেনে বিদ্যুৎ দেওয়া টিনসেডে বেড়ার সঙ্গে বিদ্যুতের খোলা তার লেগে থাকতে দেখা গেছে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে।’ 

এনএম/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি