ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নাটোর শহরের আলাইপুর এলাকায় পিডিবির পরিত্যক্ত (কোয়াটার) কলোনি ভবন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। 

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, শনিবার সন্ধ্যার দিকে পিডিবি কলোনি মাঠে স্থানীয় শিশু-কিশোররা খেলা শেষে ফেরার সময় পরিত্যক্ত ওই ভবনের দ্বিতীয় তলায় লাশ দেখে এলাকাবাসীকে জানায়। 

এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। 

এ সময় দু’জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। ভবনটি পরিত্যক্ত হওয়ায় এলাকাবাসীদের কেউ ওদিকে যান না। এ সুযোগকে কাজে লাগিয়ে দুর্বৃত্ত দিনের কোন এক সময় ওই যুবককে হত্যা করেছে বলে ধারনা করছেন। স্যান্ডেল গুলো হত্যার সাথে জড়িতের হতে পারে বলে জানান তিনি।   
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি