ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ২২ কিমি যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২, ১১ আগস্ট ২০১৯

গাড়ির চাপ বাড়ার পাশাপাশি সড়কে খানাখন্দ থাকায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ২২ কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে। রোববার ভোর হতেই এ সড়কের পুরো উত্তরবঙ্গ লেন আটকে থাকায় ঈদে বাড়ি ফেরা মানুষ চরম দুর্ভোগে পোহাচ্ছে। 

মূলত নলকা সেতুর উপর কিছুটা নাজুক অবস্থার পাশাপাশি উত্তর ও পশ্চিম অঞ্চলে অতিরিক্ত গাড়ির চাপের কারণেই এমন অবস্থা বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। থেমে থেমে চলছে গাড়ি। এ অবস্থায় যাত্রীরা জানিয়েছে হতাশার কথা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি