ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ১১ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:২৩, ১১ আগস্ট ২০১৯

ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ রোববার জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে সর্বমোট ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২৩ জন। তবে এদের বেশিরভাগই ঢাকা থেকে আসা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঝিনাইদহ সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকাংশে বেড়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ইউনিট করে চিকিৎসা দেয়া হচ্ছে। তারপরও হাসপাতালে জায়গা সংকট রয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি