ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সাংবাদিক দম্পতি নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ১১ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী সাংবাদিক রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোরশেদা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার সকালে কাঠেরপুল-চান্দাইকোনা সড়কের কামালের চক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রায়গঞ্জ উপজেলার পুর্বলক্ষিকোলা বাজারের বাসিন্দা ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার সাংবাদিক।

ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, ঢাকা থেকে স্কাইলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জের ভিতর দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠার সময় কামালের চক নামক স্থানে ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোরশেদা মারা যায়। এ সময় মোরশেদার স্বামী সাংবাদিক রফিকুল ইসলামসহ দুজন গুরুতর আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রফিকুল ইসলামও মারা যান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি