ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাকিব (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত রাকিব ফতুল্লার নয়ামাটি মুসলিমপাড়া এলাকার মজিদ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া নওশেদ বেপারীর ছেলে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নয়াপাড়ার নড়িয়ায়। তিনি ফতুল্লার নয়ামাটি এলাকায় কাদিরের ভাংগারির দোকানের কর্মচারী ছিলেন।

রাকিবের বন্ধু আবদুল্লাহ বলেন, সোমবার ভোরে পাগলা বাজার থেকে কেনাকাটা করে একটি রিকশায় রাকিবের সঙ্গে বাসায় ফিরছিলাম। পাগলা রেলস্টেশন এলাকায় আসলে একই এলাকার গিয়ার মানিকসহ ৪-৫ জন পথরোধ করে রিকশাটি আটকায়। তখন দুর্বৃত্তরা আমাকে রিকশা থেকে নামিয়ে চোর চোর বলে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পর এসে দেখি রাকিবের রক্তাক্ত লাশ পড়ে আছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি