ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাঘাইছড়িতে দুইজনকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ১২ আগস্ট ২০১৯

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস এমএন লামা সংস্কার গ্রুপের ২ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাবু পাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত শতসিদ্ধী চাকমা ছিলেন যুব সমিতি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও একই কমিটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন এনো চাকমা।

পুলিশ জানায়, গেল রাত সাড়ে ১২টার দিকে বাবু পাড়া এলাকার রিপন চাকমার বাড়িতে শতসিদ্ধী চাকমা ও এনো চাকমা রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত অতর্কিতে গুলি করলে ঘটনাস্থলেই দুজন মারা যান। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। এলাকায় থমথমে পরিস্থতি বিরাজ করছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি