ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সিলেটে ঘুড়ি উড়াতে গিয়ে পা পিছলে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। গতকাল রোববার বিকেল ৫টার দিকে নগরীর চারাদিঘীর পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পুলিশ কর্মকর্তার নাম জুবের আহমদ। তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ছিলেন। এর আগে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন জুবের আহমদ।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার বিভুতি ভূষণ ব্যানার্জি জানান, জুবের আহমদ চারাদিঘীর পাড় এলাকাস্থ তার ৫ নম্বর বাসার চারতলার ছাদে রোববার বিকালে ঘুড়ি উড়াতে যান। ঘুড়ি উড়ানোর একপর্যায়ে পা পিছলে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি