রিফাত শরীফের পরিবারে কেমন কাটছে ঈদ
প্রকাশিত : ১৪:৫২, ১২ আগস্ট ২০১৯
ফাঁকা বাড়িতে শুনসান নিরবতা। ছেলের স্মৃতি বুকে করেই দিন পার হচ্ছে বাবা-মায়ের। তাই ঈদের দিন সবার বাড়িতে আনন্দ আর খুশি আসলেও কষ্টই এসেছে বরগুনায় দুবৃত্তদের হাতে নিহত রিফাত শরীফের বাড়িতে।
সোমবার সকালে কবর জিয়ারত কালে মায়ের চাওয়া হাসরের ময়দানে সন্তান যেন তার মাকে চিনতে পারে।
একমাত্র ছেলেকে হারিয়ে মা ডেইজি বেগম কাঁদছেন ছেলের কবরের পাশে দাঁড়িয়ে। বলছেন আর কোনদিন কোরবানি দেবে না তারা। আর দাবি করেছেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি।
পুত্রশোকে পাথর হয়েছেন বাবা দুলাল শরীফও। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি তার।
নিহত রিফাত শরীফের বোন মৌ বলেন, ঈদের দিন রিফাতের পছন্দের খাবার আর তার সঙ্গে আনন্দে কাটানো দিনগুলো এখন শুধুই স্মৃতি।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। বেলা তিনটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়। পরের দিন ওই ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জন আসামি গ্রেফতার হয়েছে এবং মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
আরও পড়ুন