ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঈদগাহ মাঠেই মুসল্লির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ১২ আগস্ট ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঈদগাহ মাঠে ঈদের জামাতে গিয়ে গেটের ছাদ ধসে ৯৫ বছর বয়সী এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকালে ঈদুল আজহার নামাজ আদায় করতে গেলে উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধের নাম তসকিন উদ্দিন মন্ডল। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষ করে মাঠ থেকে বের হওয়ার সময় হঠাৎ ঈদগাহ মাঠের গেটের ছাদ ধসে তসকিন উদ্দিন মন্ডলের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। দ্রুত আহতকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি