ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ১৩ আগস্ট ২০১৯

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে পরশ নামে ৪ বছরের এক শিশু মারা গেছে ।  সোমবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শিশু পরশ উপজেলার চর জাঙ্গালিয়া দাসপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে।

পরশের মামা জসিম উদ্দিন জানান, শনিবার পরশের জ্বর হয়। তাকে নেয়া হয় লক্ষ্মীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে চিকিৎসকরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে নোয়াখালী নেয়ার পথে তার মৃত্যু হয়।

এনএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি