ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪, ১৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ পৌরসভার ইলিয়ট ব্রিজের পূর্ব পাড়ে ইবি রোডে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে শাকিল হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

সোমবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাকিলের ৪ বন্ধুকে পুলিশ থানায় নিয়ে যায়।

নিহত শাকিল হোসেন সদর উপজেলার চর-বনবাড়িয়া গ্রামের রিক্সাচালক মনোয়ার হোসেনের ছেলে।

সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম জানান, শাকিলসহ তার ৫ বন্ধু মিলে সোমবার সন্ধ্যায় শহরের মমতাজ সিনেমা হলে ছবি দেখতে যান। রাত সাড়ে ৯টার দিকে ছবি দেখা শেষ হলে হল থেকে বের হয়ে বাড়ি য়াওয়ার পথে ঘটনাস্থলে শাকিলের সঙ্গে অন্য ক’জন যুবকের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি লাগে। এরই জের ধরে পার্শ্ববর্তী লক্ষী সিনেমা হলের সামনে শাকিল ও তার বন্ধুদের আচমকা মারপিট করে বখাটেরা। এ সময় শাকিলের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যুবকেরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা শাকিলকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত রাত ১০টার দিকে মারা যায় শাকিল। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাকিলের সঙ্গে থাকা ৪ বন্ধু রিপন, ইয়ামিন, মোস্তফা ও মোতালেবকে পুলিশ থানায় নিয়ে যায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি