ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ১৩ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সলিমাবাদে পানিতে ডুবে মামাতো ফুফাতো ২ ভাই বোনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের জলাশয় থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- দুবাই প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে নিহত ছায়মা (৭) এবং আব্দুল মান্নানের ছেলে মুত্তাকিন (৭)।

নিহত ছায়মার চাচা নজরুল ইসলাম ও উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল জানান, সোমবার বিকালে তারা দুজন খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। এরপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে লাশ দুটি ভেসে উঠলে স্থানীয়রা দেখে উদ্ধার করে। এঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি