ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে কোরবানির মহিষকে বাগে আনতে পুলিশের গুলি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৩ আগস্ট ২০১৯

টাঙ্গাইলের ঘাটাইলে কোরবানীর একটি মহিষকে বাগে আনতে এক রাউন্ড গুলি করেছে পুলিশ। সোমবার ঈদের নামাজ শেষে কোরবানী দেওয়ার সময় উপজেলার যুগিহাটি গ্রামে আরিফুল সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, ওই মহিষটি জবাইয়ের প্রস্তুতির সময় লাফিয়ে উঠে হামলে পড়ে মানুষের উপর। মহিষটির তাণ্ডবে এলাকার ১২ জন আহত হয়েছেন। পরে মহিষকে নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। তবে পুলিশের ছোঁড়া গুলি মহিষের গায়ে লাগেনি। এ ঘটনায় ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্থী কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

পুলিশ ও গ্রামবাসীরা জানান, উপজেলার যুগিহাটি গ্রামের আরিফুল ইসলাম কয়েক মিলে একটি মহিষ কোরবানীর জন্য ক্রয় করেন। গতকাল সোমবার সকালে ঈদের নামাজ শেষে মহিষটি কোরবানী দেয়ার প্রস্তুত করছিলেন। এ সময় মহিষটি লাফিয়ে উঠে আরিফ ও তার ভগ্নিপতিসহ ৫ জনকে আহত করে। পরে মহিষটি রাস্তায় দৌঁড়াতে থাকে। মহিষটি গুতোয় রাস্তায়ও বেশ কয়েজনকে আহত করে। পরে মহিষটি দৌড়ে পাশ্ববর্তী ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া এলাকায় বিলের মধ্যে চলে যায়। এ সময় আরো ৭ জন আহত হয় বলে এলাকাবাসী জানায়। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি হয়েছে বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুপুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে মহিষটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। সন্ধ্যার পর থেকে মহিষটি কাগমারি পাড়া বিলে অবস্থান করছিল।

এ ব্যাপারে ভুঞাপুর থানার এসআই টিটু চৌধুরী বলেন, ভুঞাপুর উপজেলার ইউএনও নির্দেশে ক্ষিপ্ত ওই মহিষটিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে মহিষটি সরে গেলে গুলি লাগেনি। ততক্ষণে মহিষটিকে দেখতে আশপাশের হাজারও উৎসুক মানুষ চলে আসে। এতে পুনরায় গুলি করা সম্ভব হয়নি মানুষের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে। বারবার উৎসুক জনতাকে সেখান থেকে সরতে মাইকিং করা হলেও তারা কোন কর্ণপাত করছে না। সোমবার রাত ৮টার পার হলেও মহিষটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মহিষটি প্রায় তিনঘণ্টা যাবৎ একই স্থানে দাঁড়িয়ে রয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি