ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫ টাকা দান করায় ঈদগাহে সংঘর্ষ, আহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের কাছ থেকে টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে মাগুরার শালিখা উপজেলার মশাখালী ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নামাজ আদায় শেষে এলাকার কয়েকজন মুরুব্বি মুসল্লিদের কাছ থেকে টাকা আদায় করতে থাকেন। এ সময় শ্রীফলতলা গ্রামের আব্দুল গনি মোল্লা তাদের হাতে ৫ টাকা তুলে দিলে তারা তাকে বিভিন্ন অপমানসূচক কথা বলেন। 

তিনি আরও বলেন, এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে সিংড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তরিকুল ইসলাম। সূত্র-ইউএনবি।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি