ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ১৪ আগস্ট ২০১৯

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসচাপায় চালক ও বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। এ সময় তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

পুলিশ জানায়, মনোহরদী থেকে শিবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা শিবপুরের পঁচারবাড়ি এলে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক রিপন মিয়া মারা যায়। চারজন যাত্রী আহত হয়। আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে লামিয়া আক্তার মারা যায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি