ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পাবনায় ডেঙ্গু আক্রান্ত ছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১৪ আগস্ট ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাবনায় মাহফুজুর রহমান (২০) নামে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার দিবাগত রাতে পাবনা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন তিনি মারা গেছেন। সে পাবনা সদর উপজেলার চররামানন্দপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকসাদ আল মাসুর আনন জানান, মঙ্গলবার বিকালে মাহফুজকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে তিনি মারা যান। রাতেই তার স্বজনরা মরদেহ নিয়ে গেছে বলে জানান চিকিৎসক।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, মাহফুজ ঢাকা থেকে আক্রান্ত হয়ে পাবনায় যান। আর হাসপাতাল সূত্র জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাবনায় প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি