ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বরযাত্রী নিয়ে নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাস মনসুর নগর মানজানাবাড়ি ঘাট এলাকায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রী বোঝাই নৌকা ডুবির ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৬ জন। প্রাথমিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বিয়ের বরযাত্রী বোঝাই একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি মাজনাবাড়ি এলাকায় পৌঁছালে যমুনার ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। এতে অন্যরা তীরে সাঁতরীয়ে উঠতে সক্ষম হলেও ৮ বরযাত্রী নিখোঁজ হন। পরে দু’জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি