ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১৫ আগস্ট ২০১৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। একজন হলেন- ফরিদপুরের নগরকান্দা এলাকার অধিবাসী ও বাসচালক রওশন ফকির (৩৫) এবং অপরজন রাজবাড়ী সদর উপজেলার মিরা কুণ্ডু (৬০)।

স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে বরিশালের টেকের হাটগামী একটি লোকাল বাসের সঙ্গে বরিশাল থেকে রংপুরগামী তুহিন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক বাসের চালক ও এক নারীর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।    

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি