ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মদপানে চট্টগ্রামে ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

মদপান করে অসুস্থ হয়ে চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে।  বুধবার রাতে আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় ওই ঘটনা ঘটে। মৃতরা হলেন- বিশ্বজিৎ মল্লিক (২৮), শাওন মজুমদার জুয়েল (৩০) এবং মিল্টন গোমেজ (৩২)।

মদপানে অসুস্থ হয়ে উজ্জ্বল বণিক নামের আরেকজন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই বিশ্ব কলোনির মালিপাড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক বিশ্বজিৎ মল্লিক ও শাওন মজুমদার জুয়েলকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে তাদের স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে মিল্টন গোমেজ নগরীর গোল পাহাড় মোড় সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকে মারা যান বলে নিশ্চিত করেন আকবর শাহ থানার এসআই মো. হালিম।

স্থানীয়দের বরাত দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার বলেন, চারজনই নিয়মিত মদ পান করতেন। মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। তিনজন মারা গেছেন। অন্যজন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তিনি কিছুটা সুস্থ আছেন বলে জানান তিনি। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি