ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজ অস্ত্রের গুলিতে আনসার সদস্যের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে মকদম আলী (৫১) নামে এক আনসার সদস্য নিজ অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত মকদম আলী টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার বিল আমুলি গ্রামের হযরত আলীর ছেলে। দেড় মাস আগে তিনি বসুন্দিয়া ক্যাম্পে যোগ দিয়েছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ বলেন, পারিবারিক কলহের জের ধরে ক্যাম্পের ভেতরেই তিনি আত্মহত্যা করেন। গুলি মাথা দিয়ে বেরিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি