ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাউফলে শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত  

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০২, ১৫ আগস্ট ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল উপজেলা অডিটরিয়ামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে মাহিন মুনতাছির। সে বিলবিলাস আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 
      

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা শেষে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি স্থানীয় এমপি আ. স. ম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা পিজুস চন্দ্র দে, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ১৫ আগস্ট উদযাপন কমিটির আহবায়ক মো. শামসুল আলম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি