ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শার্শা সীমান্তে ফেন্সিডিলসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪২, ১৫ আগস্ট ২০১৯

যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্ত থেকে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে নুর ইসলামকে (৫৫) আটক করে কাশিপুর ক্যাম্প বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। আটক নুর ইসলাম কাশিপুর গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানা যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলের একটি চালান কাশিপুর গ্রামে এনে মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় ফেন্সিডিলসহ নুর ইসলামকে হাতেনাতে আটক করা হয়। আটক নুর ইসলামকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি