ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৩৯, ১৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাপড়কাঠি গ্রামের একটি দিঘির পাশে নির্জন বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত সাগর হাওলাদারকে (২৫) গ্রেফতার করেছে। সাগর উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভোজপুর গ্রামের হুমায়ুন কবির হাওলাদারের ছেলে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, রাতে বাসার সামনে থেকে সাগর ও তার এক সহযোগী তরণীটিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে একটি বাগানের মধ্যে তাকে ধর্ষণ করে সাগর। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ছুঁটে এসে সাগরকে আটক করে। এসময় তার সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার এবং সাগরকে আটক করে। রাতেই ওই তরুণীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নির্যাতিতা তরুণীর বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। নির্যাতিতার বাবা অভিযোগ করেন, রাতে বাসার সামনে বের হলে পূর্ব থেকে অপেক্ষমান সাগর ও তার এক সহযোগী তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে র্ধষণ করে। মেয়ে খুবই অসুস্থ। তাকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে।  

নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ভিকটিমের চিকিৎসার জন্য রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি