ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ১৬ আগস্ট ২০১৯

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের বরইতলা এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
 

জানা যায়,সন্ধ্যায় বাড়ি থেকে ভাগনিকে নিয়ে বোনের বাড়িতে যাচ্ছিল ভূক্তভোগী কিশোরী। খালপাড় এলাকা থেকে অজ্ঞাত চারজন তাকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি খামার বাড়িতে নিয়ে সোহেল,হোসেন ও চদরী নামের তিনজন পালাক্রমে ধর্ষণ করে। পরে সংজ্ঞাহীন কিশোরীকে ফেলে পালিয়ে যায় ধর্ষণকারীরা। ধর্ষণকারীদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। 
 
ওই কিশোরীর বড় বোন জানান,ঘটনার পর তার মেয়ে বাড়ি গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা মধ্যরাতে ঐ খামার বাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শুক্রবার সকালে চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 
এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন। 
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি