ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ভারতের স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ১৬ আগস্ট ২০১৯

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর পাশাপাশি প্রথমবারের মতো স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে  স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জগদিশ প্রসাদের হাতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন মিষ্টি উপহার দিয়ে  স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। 

পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত হোসেন বিএসএফের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেখানে বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার দলবির শিং, বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক, চেকপোষ্ট কমান্ডার নায়েক রাকিব হোসেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীনসহ উভয় বাহিনীর নারী পুরুষ সদস্যসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন জানান, গতকাল ১৫ই আগষ্ট ভারতের ৭৩তম  স্বাধীনতা দিবস ছিল। এ উপলক্ষ্যে আজকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের  স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। সৌহার্দ্য সম্প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে দুই বাহিনী যেন মিলে মিশে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যেই দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে দুবাহিনী একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। 

হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত হোসেন জানান, গতকাল ১৫ আগষ্ট ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস ছিল এ উপলক্ষ্যে এবারই প্রথমবারের মতো হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের  স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। তাদের  স্বাধীনতা অক্ষুন্ন থাক, আরো দৃড় হোক সেই সাথে তারা দেশ মাতৃকার সেবায় মনোযোগী হবে সেটাই কামনা করি। 

তিনি আরও বলেন, ভারত আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ, এই দেশ মহান স্বাধীনতা যুদ্ধে সহযোগীতা করেছিল বিধায় আমরা সহজেই  স্বাধীনতা লাভ করতে পেরেছিলাম। যারা আমাদের দেশকে  স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই। আমরা সীমান্তের শুন্যরেখায় একটি মুর‌্যাল স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে করে আমাদের সেই মিত্র বাহিনীর তৎকালীন সময়ে যারা শহীদ হয়েছেন তাদের নাম ফলক দিয়ে এখানে একটি শহীদ মিনার স্থাপন করলে দুই দেশের মানুষ গর্বিত হবে।
এনএম/কেআই
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি