ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০০, ১৭ আগস্ট ২০১৯ | আপডেট: ০৮:০৬, ১৭ আগস্ট ২০১৯

নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (১৭ আগস্ট) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নরসিংদী কেন্দ্রের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭)। নিহত অন্যজন সাদিয়ার স্বামী (৩৫) বলে জানা গেছে। তবে তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, শিক্ষার্থীরা ঈদের ছুটিতে সিলেট ভ্রমণে গিয়েছিলেন। রাতে তাঁরা একটি প্রাইভেটকারে করে ঢাকায় ফিরছিলেন। এ সময় শিবপুরের কারার চর এলাকায় প্রাইভেটকারটির সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি