ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ 

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশিত : ১৩:০৩, ১৭ আগস্ট ২০১৯

গাজীপুর সিটি করপোরেশনের সালনার কাথোরা এলাকায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ বাড়ির গৃহকর্তাসহ ৪ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম জানান, আজ ভোর ৪টার দিকে কাথোরা এলাকার ইয়াকুব আলীর বাড়িতে বিস্ফোরণের প্রকান্ড শব্দে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় একতলা বাড়ির শয়ন কক্ষ অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয়রা গৃহকর্তা ইয়াকুব আলী, তার স্ত্রী, ছেলে স্বপন এবং শ্বশুড়কে উদ্ধার করেন। পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইয়াকুব আলী, স্ত্রী ও শ্বশুড়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে বা আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা জানা যায়নি। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেট্টোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শরীফুর রহমান জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি