ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে কোরবানীর বর্জ্যের গন্ধে ভোগান্তিতে পথচারীরা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২০, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সরাইলে ঈদুল আযহার কোরবানীর পশুর বর্জ্যের উৎকট গন্ধে চারদিকে পরিবেশ মারাত্মক দূষিত হয়ে পড়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ের পাশে জবাইকৃত পশুর বর্জ্য ফেলার কারনে পথচারীদের নাক চেপে রাস্তা অতিক্রম করতে হচ্ছে।

সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ, নাসিরনগর সড়কের জিলুকদারপাড়া ব্রীজের নিচে, পাঠানপাড়া মোড়ে, বড্ডাপাড়া খাদ্য গুদামের পাশে, সরাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চামড়াপট্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কোরবানীর পশুর বর্জ্য ফেলে রাখা হয়েছে। যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।

এছাড়া সরাইল নাসিরনগর সড়কের পশ্চিম পাশে উচালিয়াপাড়া মাদ্রাসার সামনে চামড়া ব্যবসায়ীরা বিপুল পরিমান চামড়া স্তুপ করে রাখায় দুর্গন্ধে যাত্রী, পথচারী, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ  রাস্তা অতিক্রমের সময় নাক চেপে ধরে চরম অস্থিরতার শিকার হচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোমান মিয়া বলেন, বর্জ্যের দুর্গন্ধে চর্মরোগ, টাইফয়েড, আমাশয়, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে।

এদিকে ঈদুল আযহা উপলক্ষে ঈদের পাঁচ দিন আগে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আইনশৃংখলা সভায় সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান কোরবানীর পশুর বর্জ্য  মাটিতে পুঁতে রাখা এবং চামড়াগুলিকে পরিবেশ সম্মত উপায়ে রাখার  বিষয়ে চামড়া ব্যবসায়ীদের ডেকে নির্দেশ প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করে বক্তব্য রাখার পরও উপজেলা প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি ।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি