ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে ব্রিজের নিচ থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে ব্রিজের নিচ থেকে শারমিন আকতার (২২) নামে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঢাকাতে একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতো। গতকাল শুক্রবার রাত ৯টায় হিলির পালপাড়া-বৈগ্রাম কাঁচা রাস্তার ব্রীজের নিচ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। শারমিন আকতার হিলির খাট্টাউছনা গ্রামের সাফি আকন্দের মেয়ে। 

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আজ সন্ধার দিকে হিলির পালপাড়া-বৈগ্রাম কাঁচা রাস্তার মধ্যবর্তী ব্রীজের নিচে অজ্ঞাতনামা এক যুবতীর লাশ পড়ে আছে এমন সংবাদ পায় পুলিশ। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এসময় লাশের সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করা হয় এবং তার পরিবারকে খবর দেওয়া হয়। এঘটনায় তার পিতা সাফি আকন্দ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি