ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৫৫, ১৭ আগস্ট ২০১৯

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নাগর নদীতে গোসল করতে গিয়ে শনিবার নদীর পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যূ হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার হরিপুর সদর ইউনিয়নের দেহট্ট গ্রামের আবদুল লতিবের ছেলে। সে এবার স্থানীয় মোসলেম উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেছে।  

নিহতের বাবা আব্দুল লতিব জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আবুণ বক্কর সখের বশে তাঁর কয়েকজন বন্ধু মিলে অটোরিক্সা ভাড়া করে নাগর নদীতে গোসল করতে যায় এবং রহমতপুর-কান্ধাল এলাকায় সুইজগেট সংলগ্ন নাগর নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে আবু বক্কর নদীর পানিতে ডুবে যায়। এসময় তার সঙ্গীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বক্করকে উদ্ধারের চেষ্টা চালায় এবং প্রায় একঘন্টা পর ওই নদী থেকে আবু বক্করের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মঙ্গলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি