ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ১৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

মেহেদী হাসান মীম (১৭) জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি পশ্চিম পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি উপজেলার জামতৈল হাজী কোরব আলী সরকারী কলেজ থেকে এবার চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ হন। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ফরিদুল ইসলাম এবং মেডিসিন ওয়ার্ডের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ মনোয়ার আলী জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত মেহেদী হাসান মীমকে গত ১৪ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গুতে শক সিনড্রোমের কারনে রোগীটির চিকিৎসায় খুব একটা বেশী সময় না পাওয়ায় এমনটি হয়েছে। 

এ দিকে নিহত মেহেদীর স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে গুরুত্ব সহকারে পরীক্ষা নিরিক্ষা করেনি কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলারও অভিযোগ করেন মৃতের পরিবারের সদস্যরা। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি