সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
প্রকাশিত : ১৩:২১, ১৮ আগস্ট ২০১৯
ধারাবাহিকভাবে সারা দেশে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সাতক্ষীরায় রোববার পর্যন্ত ২১৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় এ জেলায় আরও ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৫৫ জন এবং উন্নত চিকিৎসার জন্য ১৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, আক্রান্তরা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছেন। এসব রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে সাতক্ষীরায় এসেছেন বলে চিকিৎসকরা জানান।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরণের জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা এখনও অব্যাহত রয়েছে।
এমএস/
আরও পড়ুন