ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১৩, ১৮ আগস্ট ২০১৯

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের নায়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রোববার দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক মমিনুল ইসলাম মমিন(২৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এ ঘটনায় সানোয়ার হোসেন নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।নিহত মোটরসাইকেল চালক মমিন রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের একরামুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,পীরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে রানীশংকৈলে বাড়িতে ফিরছিলেন মমিন ও সানোয়ার।পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের নায়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মমিন মারা যায়।পরে আহত সানোয়ার হোসেনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি