ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় ঈদ করতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিশু মাসরুফা 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৫, ১৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বাবার সঙ্গে ঢাকায় ঈদ করতে গিয়ে ডেঙ্গুগুজ্বরে আক্রান্ত হয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে ঠাকুরগাঁওয়ের মেয়ে মাসরুফা (১০)। 
সে হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের বরুয়াল (ধনসোড়া) গ্রামের মোস্তফার মেয়ে। সে সোমবার সকাল ৬টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যায়।
মাসরুফার বাবা মোস্তফা জানান, গত তিন বছর ধরে তিনি ঢাকায় গার্মেন্টসে কাজ করছেন। এবার পরিবারের সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করার জন্য তার স্ত্রী মাজেরা ঈদের কয়েকদিন আগে তিন কন্যা সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে। 
এর মধ্যে শিশু মেয়ে মাসরুফা অসুস্থ হলে তাকে ঈদের একদিন পর (১৪ আগস্ট) চিকিৎসার জন্য রামপুরা বনশ্রী’র এ্যাডভান্স হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালের ডাক্তার কামরুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে বলেন মাসরুফা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরপর ওই ডাক্তার দুইদিনের ওষুধ দিয়ে সোমবার (১৯ আগস্ট) আবার হাসপাতালে আসতে বলেন। 

কিন্তু পুনরায় ডাক্তারের কাছে যাওয়ার আগেই তার শিশু কন্যা মাসরুফা) সোমবার (১৯ আগস্ট) ভোর ৬টার দিকে মারা যায়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ মাসরুফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি