ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৯, ২০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের নলকায় বাসচাপায় অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৬ যাত্রী।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি ইটবাহী ট্রাক থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের চালককে ঢিল ছুরা হয়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের এক যাত্রী নিহত হয়। আহত হয় আরো ছয় যাত্রী। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি